জিহ্বায় ঘা হওয়া একটি সাধারণ সমস্যা হলেও এটি বেশ অস্বস্তিদায়ক একটি রোগ। জিহ্বায় ঘা হলে খাওয়া দাওয়া, কথা বলা, পানি পান করা এবং ঝোল জাতীয় খাবার গ্রহন করতে বেশ অসুবিধা হয়ে থাকে। তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে আমরা জিহ্বার ঘা দ্রুত নিরাময় করতে চাই। এজন্য আমরা জানতে চাই দ্রুত কার্যকরী জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম সম্পর্কে।
জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম ।
বিভিন্ন কারনেই জিহ্বায় ঘা হয়ে থাকে। সাধারণত ভিটামিন-বি এর অভাব, জিহ্বায় আঘাত লাগা, অ্যালার্জি,পুষ্টির অভাব এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবার গ্রহন ইত্যাদি এই কারন গুলোর জন্যেই জিহ্বায় ঘা হয়ে থাকে। যদিও জিহ্বায় ঘা দীর্ঘস্থায়ী হয় না, তবে কোনো কোনো সময় জিহ্বায় ঘা তীব্র হতে পারে।
জিহ্বায় ঘা সাধারণত তিন দিন স্থায়ী হয়ে থাকে, তবে তিন দিনের বেশি ঘা স্থায়ী হয়ে থাকলে ঔষধ সেবন করতে হবে। নিচে সবচেয়ে দ্রুত কার্যকরী কয়েকটি জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম , মূল্য এবং ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
নিচে জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম গুলো উল্লেখ করা হলো:
- রিবোসন ৫ এম জি ( Riboson 5 mg ) ট্যাবলেট।
- রিবোফ্লাভিন ৫ এম জি ( Riboflavin 5mg ) ট্যাবলেট।
- ক্যানডেক্স ( Candex ) ড্রপ।
- মাইকোরাল ১৫ জি ( Micoral 15 g ) জেল।
- নাইস্টাট ( Nystat 30 ml ) ড্রপ।
- নাইস্টাট ( Nystat 500000 ) ট্যাবলেট।
- জেলোরা ২% ( Gelora 2% ) জেল।
- সিনোলোন ( Cenolon 10 mg ) ক্রিম।
- ওরোফ্রেশ ওএস ( Orofresh OS 10ml ) ড্রপ।
- ট্রায়ালন ১০ ( Trialon 10 gm ) ক্রিম।
উল্লেখিত ঔষধ গুলো জিহ্বার ঘা সহ মুখের যেকোনো ঘা বা ক্ষত দ্রুত নিরাময় করতে বেশ কর্যকরী হয়ে থাকে। তবে ঔষধ গুলো ব্যবহারের পূর্বে ডাক্তার পরামর্শ নেওয়া জরুরি।
জিহ্বায় ঘা এর ঔষধ এর দাম।
এতোক্ষণ আমরা জেনেছি জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম সম্পর্কে এখন আমরা জানবো উল্লেখিত জিহ্বায় ঘা এর ঔষধ এর দাম সম্পর্কে।
নিচে উল্লেখিত ঔষধ গুলোর মূল্য উল্লেখ করা হলো:
- রিবোসন ৫ এম জি ( Riboson 5 mg ): রিবোসন এর একটি ট্যাবলেটের মূল্য ০.৩০ টাকা। রিবোসন এক পাতার মূল্য ৩ টাকা।
- রিবোফ্লাভিন ৫ এম জি ( Riboflavin 5mg ): এর একটি ট্যাবলেটের মূল্য ০.৩০ টাকা এবং এক পাতার মূল্য ৩ টাকা।
- ক্যানডেক্স ( Candex ): ক্যানডেক্স একটি ৩০ মি.লি. ড্রপ এর মূল্য ৪৭ টাকা।
- মাইকোরাল ২% ( Micoral 2% ): মাইকোরাল ১৫ গ্রাম একটি ক্রিমের মূল্য ৯০ টাকা এবং ৩০ গ্রামের মূল্য ১০০ টাকা।
- নাইস্টাট ( Nystat 30 ml ): নাইস্টাট ৩০ মি.লি. একটি সিরাপের মূল্য ৪৬ টাকা।
- নাইস্টাট ( Nystat 500000 ): নাইস্টাট একটি ট্যাবলেটের মূল্য ৬ টাকা, এক পাতার মূল্য ৬০ টাকা।
- জেলোরা ২% ( Gelora 2% ): জেলোরা ১৫ গ্রাম ক্রিমের মূল্য ৭০ টাকা।
- সিনোলোন ( Cenolon 10 mg ): সিনোলন ১০ গ্রাম ক্রিমের মূল্য ১০০ টাকা।
- ওরোফ্রেশ ওএস ( Orofresh OS 10ml ): একটি ৬ মি.লি. ড্রপ এর মূল্য ৬০ টাকা এবং ১০ মি.লি. এর মূল্য ১২০ টাকা।
- ট্রায়ালন ১০ ( Trialon 10 gm ): একটি ১০ গ্রাম ট্রায়ালন ক্রিম এর মূল্য ১০০ টাকা।
উল্লেখি জিহ্বায় ঘা এর ঔষধ এর মূল্য গুলো সময় এবং স্থান বেধে কিছুটা ভিন্ন হতে পারে।
জিহ্বায় ঘা এর ঔষধ এর ব্যবহার বিধি।
উপরে আমরা জেনেছি জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম এবং মূল্য সম্পর্কে। এখন আমরা জানবো জিহ্বায় ঘা এর ঔষধ এর ব্যবহার বিধি সম্পর্কে। একটি ঔষধের পূর্ণাঙ্গ কার্যকারীতা পাওয়া যায় তখন, যখন ঔষধটির সঠিক ব্যবহার হয়। চলুন তাহলে জেনে নিই উল্লেখিত ঔষধ গুলোর ব্যবহার বিধি সম্পর্কে।
জিহ্বায় ঘা এর ঔষধ এর ব্যবহার বিধি নিচে উল্লেখ করা হলো:
রিবোসন ৫ এম জি ( Riboson 5 mg ) ট্যাবলেট
- এই ট্যাবলেটটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে ১ দিনে ৩টি ট্যাবলেট।
- বাচ্চাদের ক্ষেত্রে এক দিনে ২ টি ট্যাবলেট সেবন করতে হবে।
রিবোফ্লাভিন ৫ এম জি ( Riboflavin 5mg ) ট্যাবলেট
- রিবোফ্লাভিন ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে ১ দিনে ৩টি ট্যাবলেট।
- শিশুদের ক্ষেত্রে এক দিনে ২ টি ট্যাবলেট সেবন করতে হবে।
ক্যানডেক্স ( Candex ) ড্রপ
- প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে ৫ মি.লি. করে দিনে তিনবার সেবন করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে ২ মি.লি. করে দিনে তিনবার সেবন করতে হবে।
পড়ুন: কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায়
মাইকোরাল ১৫ জি ( Micoral 15 g ) জেল
- প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দিনে তিন থেকে চার বার প্রয়োগ করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে দিনে দু’বার প্রয়োগ করতে হবে।
- ১ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি নিষিদ্ধ।
নাইস্টাট ( Nystat 30 ml ) ড্রপ
- নাইস্টাট প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে ৫ মি.লি. করে দিনে তিনবার সেবন করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে ২ মি.লি. করে দিনে দু’বার সেবন করতে হবে।
নাইস্টাট ( Nystat 500000 ) ট্যাবলেট
- প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দিনে দু’টি ট্যাবলেট সেবন করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে ২ দিনে একটি ট্যাবলেট সেবন করতে হবে।
জেলোরা ২% ( Gelora 2% ) জেল
- জেলোরা প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দিনে তিন থেকে চার বার প্রয়োগ করতে হবে।
- শিশুদের ক্ষেত্রে দিনে দু’বার প্রয়োগ করতে হবে।
- ৪ মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার নিষিদ্ধ।
সিনোলোন ( Cenolon 10 mg ) ক্রিম
- সিনোলোন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দিনে দু’বার প্রয়োগ করতে হবে।
- বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগ করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ওরোফ্রেশ ওএস ( Orofresh OS 10ml ) ড্রপ
- ওরোফ্রেশ ওএস প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দিনে দু’বার থেকে তিনবার সেবন করতে হবে।
- শিশুদের ক্ষেত্রে সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ট্রায়ালন ১০ ( Trialon 10 gm ) ক্রিম
- ট্রায়ালন ১০ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দিনে দু’বার প্রয়োগ করতে হবে।
- ট্রায়ালন ১০ বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োগ করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
উল্লেখিত জিহ্বায় ঘা এর ঔষধ গুলোর ব্যবহারবিধি অনুযায়ী নিয়ম অনুযায়ী যেকোনো একটি ঔষধ সেবন করলে খুব দ্রুত ঘা নিরাময় হয়ে যাবে।
জিহ্বায় ঘা হলে করণীয় কি ?
জিহ্বায় ঘা হলে প্রথমত আমাদের বেশ কয়েকটি করণীয় থাকে।
জিহ্বায় ঘা হলে প্রধান করণীয় হলো:
- ঘা নিরাময়ের জন্য ঘরোয়া উপায় অবলম্বন করা।
- দৈন্দিন খাদ্যাভ্যাসের পরিবর্তন করা যেমন অতিরিক্ত মশলাদার খাবার গ্রহন না করা।
- নিয়ম অনুযায়ী ঘা নিরাময়ের জন্য ঔষধ সেবন করা।
- জিহ্বায় ঘা এর ব্যথা কমাতে প্যারাসিটামল ট্যাবলেট সেবন করা।
- ঘা দীর্ঘস্থায়ী হলে ডাক্তারের পরামর্শ নেওয়া ইত্যাদি।
জিহ্বায় ঘা হওয়া যা আমাদের সকলের জন্য বেশ অস্বস্তিদায়ক একটি রোগ। তাই জিহ্বায় ঘা হলে আমরা তা ঔষধ সেবনের মাধ্যমে দ্রুত নিরাময় করতে চাই তাই জানতে চাই জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম সম্পর্কে। কিন্তু আমরা অনেকেই জানি না যে কিছু ঘরোয়া উপায় ব্যবহার করে সহজেই জিহ্বার ঘা নিরাময় করা যায়।
জিহায় ঘা নিরাময়ের ঘরোয়া উপায়।
যেকোনো রোগের প্রাথমিক চিকিৎসা হলো ঘরোয়া চিকিৎসা। জিহ্বার ঘা সারানোর ক্ষেত্রে কিছু ঘরোয়া চিকিৎসা পদ্ধতি রয়েছে যা দারুণ ভাবে কার্যকরী হয়ে থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক জিহায় ঘা নিরাময়ের ঘরোয়া উপায় গুলো সম্পর্কে ।
নিচে জিহায় ঘা নিরাময়ের ঘরোয়া উপায় গুলো তুলে ধরা হলো:
লবন পানির কুলকুচি
জিহ্বার ঘা নিরাময় করতে লবন পানির কুলকুচি বেশ কার্যকরী। লবন পানি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, যা মুখের ছত্রাক দূর থাকে এবং ব্যথা কমাতে সাহায্য করে থাকে।
ঠান্ডা পানির সেক বা কমপ্রেস
এই পদ্ধতিটি মূলত জিহ্বায় ঘা এর ব্যথা কমাতে ব্যবহার হয়। একটি বরফের টুকরো নিয়ে ক্ষত স্থনে কিছুক্ষণ লাগিয়ে রাখুন এতে ব্যথা নিরাময় হবে। কিছুক্ষণ পর পর এই পদ্ধতি ব্যবহার করুন। জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম ।
হলুদ
পানিতে কয়েক টুকরো হলুদ দিয়ে সে পানি ফুটিয়ে দিনে ৩-৪ বার সেবন করুন। এতে হলুদের মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াম উপাদান গুলে ঘা নিরাময়ে বেশ কার্যকরী হয়ে থাকে।
এলাচ ও মধু
এলাচের গুঁড়ার সাথে মধু মাখিয়ে তা ঘা বা ক্ষত স্থানে লাগিয়ে রাখুন। এতে করে মুখে বেশ আরাম পাওয়া যায় এবং এটি দ্রুত ঘা সারাতে সাহায্য করে থাকে।
ঘি
জিহ্বার ঘা সারাতে ঘি বেশ কার্যকরী হয়ে থাকে। ঘা সারাতে রাতে ঘুমানোর পূর্বে ঘা বা ক্ষত স্থানে পরিমাণ মতো ঘি লাগিয়ে নিন। এতে জিহ্বার ঘা খুব দ্রুত নিরাময় হয়।
উল্লেখিত ঘরোয়া উপায় গুলো অবলম্বন করে খুব সহজেই জিহ্বার ঘা নিরাময় করা যায়। জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম ।
বাচ্চাদের জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম।
এতোক্ষণ আমরা জেনেছি জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম,দাম এবং ঘা সারানোর ঘরোয়া উপায় সম্পর্কে। এখন আমরা জানবো বাচ্চাদের জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম সম্পর্কে।
নিচে বাচ্চাদের জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম উল্লেখ করা হলো:
- রিবোসন ৫ এম জি ( Riboson 5 mg )
- মাইকোরাল ১৫ জি ( Micoral 15 g )
- জেলোরা ২% ( Gelora 2% )
- ওরোফ্রেশ ওএস ( Orofresh OS 10ml )
- নাইস্টাট ( Nystat 30 ml )
উল্লেখিত ঔষধ গুলো বাচ্চাদের জিহ্বার ঘা নিরাময় করতে বেশ কার্যকরী। জিহ্বায় ঘা এর ঔষধ এর নাম ।