দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে গেলে বিভিন্ন ভাবেই হাত পা এবং শরীরের বিভিন্ন অংশে কেটে যায়। যা আমাদের কম বেশি সকলেরই নিত্যদিনের সমস্যা। কাটা ছেড়া একটি সাধারণ সমস্যা হলেও এর জন্য আমাদের বেশ ভোগান্তিতে পরতে হয়। তাই আমরা কাটা জায়গা দ্রুত নিরাময় করতে চাই। এজন্য আমরা অনেকেই জানতে চাই কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় গুলো সম্পর্কে।
কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় ।
শরীরের কোথাও কেটে গেলে আমাদের নানা রকম সমস্যায় পরতে হয়। দৈনন্দিন কাজ কর্ম থেকে শুরু করে খাবার গ্রহন পর্যন্ত আমাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমরা কাটা ছেড়া হলে কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় গুলো সম্পর্কে জানতে চাই।
নিচে কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় গুলো উল্লেখ করা হলো:
- কোথাও কেটে গেলে প্রথমত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে যা সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
- সম্ভব হলে এন্টিসেপ্টিক দিয়ে কাটা জায়গা ধুয়ে নিন যা ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে।
- এরপর কাটা ঘা শুকানোর মলম প্রয়োগ করুন যা কাটা স্থান দ্রুত শুকাতে সাহায্য করে।
- কাটা স্থানকে ময়লা, সংক্রমণ এবং পুনরায় আঘাত থেকে রক্ষা করতে ব্যান্ডেজ করে দিন।
- কাটা স্থানের ক্ষত গভীর হলে প্রথমে ড্রেসিং করে নিতে হবে এরপর ব্যান্ডেজ করে দিতে হবে।
- কাটা স্থান ব্যান্ডেজ করার পর কাটা ঘা শুকানোর ঔষধ এবং এন্টিবায়োটিক ট্যাবলেট সেবন করুন।
- কাটা স্থানের ক্ষত গভীর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে।
- প্রতি ২৪ ঘন্টা পর পর ব্যান্ডেজ পরিবর্তন করুন এবং কিছুক্ষণ ব্যান্ডেজ খুলে রাখুন যাথে কাটা স্থানে বাতাস লাগে।
- কাটা স্থান কিছুটা শুকালে ব্যান্ডেজ খুলে ফেলুন এতে কাটা স্থানে আলো বাতাস লাগবে এবং কাটা স্থান দ্রুত শুকাবে।
- পুষ্টিকর খাবার গ্রহন করতে হবে বিশেষ করে ভিটামিন সি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহন করতে হবে।
- প্রচুর পরিমানে পানি পান করতে হবে যা কাটা স্থান শুকাতে বেশ সাহায্য করে।
কাটা স্থান দ্রুত শুকাতে উল্লেখিত উপায় গুলো বেশ কার্যকরী। তাই শরীরের কোথাও কেটে গেলে উল্লেখিত পদ্ধতিতে আপনার কাটা জায়গা বা কাটা স্থানের চিকিৎসা করতে পারেন।
কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর ঔষধ ।
এতোক্ষণ আমরা জেনেছি কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় সম্পর্কে। এখন আমরা জানবো কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর ঔষধ সম্পর্কে।
নিচে কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর ঔষধ গুলোর নাম উল্লেখ করা হলো:
- Fluclox 500 ( ফ্লুক্লক্স ৫০০ ) ট্যাবলেট
- Cipro A 500 ( সিপ্রো এ ৫০০ ) ট্যাবলেট
- Pentids 400 ( পেনটিডস ৪০০ ) ট্যাবলেট
- Sergel 40 ( সারজেল ৪০ ) ট্যাবলেট
- Phylopen DS ( ফাইলোপেন ডিএস ) ট্যাবলেট
- Viodin ( বায়োডিন ) মলম
- Nebanol ( নেবানল ) মলম
- Neosporin ( নিউসপরিন ) পাউডার
- Nebanol ( নেবানল ) পাউডার
- Nebazine ( নেবাজিন ) পাউডার
উল্লেখিত ঔষধ গুলো কাটা জায়গা শুকাতে বেশ দ্রুত কার্যকরী হয়ে থাকে।
কাটা জায়গা শুকানোর মলম এর নাম।
কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় গুলোর মধ্যে মলম প্রয়োগ অত্যান্ত কার্যকরী একটি উপায়। কাটা স্থানে মলম প্রয়োগ করলে তা দ্রুত শুকাতে শুরু করে। তাই এখন আমরা জানবো কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর মলম সম্পর্কে।
নিচে কাটা জায়গা শুকানোর মলম এর নাম গুলো উল্লেখ করা হলো:
- Povisep ( পভিসেপ ) মলম
- Bactrocin ( বেক্ট্রোসিন ) মলম
- Betadine Oinment ( বিটাডিন ) মলম
- Mupi Ointment ( মোপি অয়েন্টমেন্ট ) মলম
- Trego ( ট্রেগো ) মলম
- Viodin ( বায়োডিন ) মলম
- Nebanol ( নেবানল ) মলম
উল্লেখিত ঔষধ মলম গুলো কাটা ছেড়া দ্রুত শুকাতে অত্যান্ত কার্যকরী।
কাটা জায়গা শুকানোর খাবার।
উপরে আমরা জেনেছি কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় এবং ঔষধ সম্পর্কে বিস্তারিত। এখন আমরা জানবো কাটা জায়গা শুকানোর খাবার সম্পর্কে। শরীরে কোথাও কেটে গেলে তা শুকাতে ঔষধের পাশাপাশি বেশ কিছু খাবার রয়েছে যা পরিমাণ মতো গ্রহন করলে খুব দ্রুত কাটা জায়গা শুকাতে শুরু করে।
কাটা জায়গা শুকাতে আমাদের বেশি বেশি ভিটামিন সি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহন করতে হবে। এ খাবার গুলো দ্রুত কাটা স্থান শুকাতে সাহায্য করে থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কাটা জায়গা শুকানোর খাবার গুলো সম্পর্কে।
নিচে কাটা জায়গা শুকানোর খাবার গুলোর নাম উল্লেখ করা হলো:
- সেদ্ধ ডিম
- দুধ
- সামুদ্রিক মাছ
- লেবু
- কমলা
- বেরি
- পেয়ারা
- বাাম
- মুরগির মাংস
- গরুর কলিজা
- মিষ্টি আলু
- পনির
- গাজর
- পালংশাক
- পাতা কপি ইত্যাদি।
কাটা জায়গা শুকাতে উল্লেখিত খাবার গুলোর মধ্যে যেকোনো ৩/৪ টি খাবার পরিমাণ মতো গ্রহন করলে ক্ষত স্থানটি দ্রুত শুকাতে শুরু করবে।
কাটা জায়গা ড্রেসিং করার নিয়ম ।
কাটা জায়গার ক্ষত গভীর হলে তাতে যেনো কোনো প্রকার ইনফেকশন এবং জীবানুর সংক্রমণ যাতে না ছড়ায় এজন্য মূলত ড্রেসিং করা হয়ে থাকে। কাটা জায়গা ড্রেসিং Blvd প্রথমত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন হয়।
যেমন:
- জীবাণুমুক্ত ব্যান্ডেজ বা গজ।
- জীবাণু নাশক পদার্থ যেমন বিটাডিন বা ডেটল।
- স্যালাইন যুক্ত পানি বা উষ্ণ ফুটানো হালকা গরম পানি।
- পেইন কিলার জাতীয় ঔষধ।
- জীবাণুমুক্ত হ্যান্ড গ্লাভস।
- প্লাস্টার বা টেপ জাতীয় জিনিস ইত্যাদি।
এ জিনিসপত্র গুলো কাটা জায়গা ড্রেসিং করতে অত্যান্ত গুরুত্বপূর্ণ।
কাটা জায়গা ড্রেসিং করার নিয়ম গুলো নিয়ে উল্লেখ করা হলো:
- প্রথমে হ্যান্ড ওয়াশ দিয়ে দুহাত ভালো ভাবে ধুয়ে নিতে হবে।
- এরপর হাতে হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে।
- পরিষ্কার উষ্ণ হালকা গরম পানি দিয়ে কাটা স্থান ধুয়ে নিতে হবে।
- এরপর পরিষ্কার তুলা দিয়ে কাটা জায়গা মুছতে হবে এবং শুকাতে হবে।
- এখন যেকোনো এন্টিবায়োটিক বা ডাক্তার দ্বারা নির্দেশিত এন্টিবায়োটিক মলম কাটা স্থানে লাগিয়ে নিন।
- এরপর কাটা অংশটুকু পরিষ্কার জীবাণুমুক্ত গজ বা ব্যান্ডেজ দিয়ে পেচিয়ে ডেকে দিন।
- ব্যান্ডেজ সঠিক জায়গায় আটকে রাখার জন্য টেপ বা প্লাস্টার ব্যবহার করুন।
- পরবর্তীতে ব্যান্ডেজ ভিজে গেলে বা অপরিষ্কার হলে ব্যান্ডেজ পরিবর্তন করতে হবে।
- এরপর কাটা স্থান নিরাপদ পরিমাণ শুকিয়ে গেলে ব্যান্ডেজ খুলে ফেলুন।
উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে নিজেই নিজের কাটা জায়গা সহজেই ড্রেসিং করে নিতে পারেন। কাটা স্থান ড্রেসিং করা, কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় গুলোর মধ্যে অন্যতম কার্যকরী একটি পদ্ধতি।
কাটা জায়গা ড্রেসিং করার ঔষধ।
উপরে আমরা জেনেছি কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় এবং কাটা জায়গা ড্রেসিং করার নিয়ম সম্পর্কে। এখন আমরা জানবো কাটা জায়গা ড্রেসিং করার ঔষধ গুলো সম্পর্কে। কাটা জায়গা ড্রেসিং করার জন্য আমাদের বেশ কিছু ঔষধ প্রয়োজন হয় এবং ড্রেসিং করার পর কাটা জায়গা দ্রুত শুকাতে বেশ কিছু ঔষধ সেবন করতে হয়। সে ঔষধ গুলো সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
কাটা জায়গা ড্রেসিং করার ঔষধ গুলো নিচে উল্লেখ করা হলো:
- হাইড্রোজেন পার-অক্সাইড ( Hydrogen Peroxide )
- বায়োডিন ১০% ( Viodin 10% )
- ইউজল ( Eusol )
- নরমাল সেলাইন ( Normal Saline )
- হেক্সিসল ( Hexisol )
- বিটাডিন ( Betadine )
- ডেটল ( Detol )
উল্লেখিত ঔষধ গুলো কাটা জায়গা ড্রেসিং করার সময় ব্যবহার করতে হয়। এখন আমরা জানবো ড্রেসিং করার পরে কাটা স্থান দ্রুত শুকাতে কোন কোন ঔষধ গুলো সেবন করতে হবে।
ড্রেসিং করার পর কাটা জায়গা দ্রুত শুকানোর ঔষধ গুলো হলো:
- Flucloxacillin Sodium BP – সিরাপ
- Phylopen DS – ট্যাবলেট
- Fluclox 500 – ট্যাবলেট
- Cipro-A 500 – ট্যাবলেট
- Pentids 400 – ট্যাবলেট
উল্লেখিত ঔষধ গুলো মূলত কাটা জায়গা শুকানোর এন্টিবায়োটিক ঔষধ। ড্রেসিং করার পর এ ঔষধ গুলোর যেকোনো একটি নিয়মমাফিক সেবন করলে কাটা স্থান দ্রুত শুকাতে শুরু করবে।
কাটা জায়গায় ইনফেকশনের লক্ষণ।
এতোক্ষণ আমরা জেনেছি কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় এবং কাটা জায়গা ড্রেসিং করার ঔষধ সম্পর্কে। এখন আমরা জানবো কাটা জায়গায় ইনফেকশনের লক্ষণ গুলো সম্পর্কে।
কাটা জায়গায় ইনফেকশনের লক্ষণ গুলো নিচে উল্লেখ করা হলো:
- কাটা জায়গায় ইনফেকশন হলে কাটা জায়গা সহ কাটা স্থানের চারপাশে লাল হয়ে যাওয়া।
- ধীরে ধীরে লালচে ভাব বাড়তে থাকা।
- কাটা জায়গার চারপাশে অতিরিক্ত ফুলে যাওয়া।
- কাটা জায়গায় ব্যথা করা এবং সময়ের সাথে ব্যথার তীব্রতা বৃদ্ধি পাওয়া।
- ইনফেকশন হলে কাটা জায়গা থেকে পুঁজ বের হওয়া।
- কাটা জায়গার চারপাশে তাপমাত্রা বৃদ্ধি হওয়া।
- কাটা জায়গায় ইনফেকশন লম্বা সময় থাকলে বা ইনফেকশন তীব্র হলে জ্বর হওয়া।
- ইনফেকশন হলে কাটা জায়গায় অতিরিক্ত চুলকানি হওয়া ইত্যাদি।
উপরে উল্লেখিত এ লক্ষণ গুলোর যেকোনো একটি প্রকাশ পেলে বুঝতে হবে কাটা জায়গায় ইনফেকশন হয়েছে।
কাটা জায়গায় ইনফেকশন হলে করণীয়।
কাটা জায়গায় ইনফেকশন হলে এবং তা লম্বা সময় থাকলে সে জায়গায় পচন ধরাসহ গুরুতর রোগ হতে পারে। তাই কাটা স্থানকে ইনফেকশন হওয়া থেকে রক্ষা করতে হবে।
যদি কোনো ভাবে ইনফেকশন হয়ে যায় বা উল্লেখিত লক্ষণ গুলোর যেকোনো একটি প্রকাশ পায় তাহলে দ্রুত চিকিৎসা গ্রহন করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কাটা জায়গায় ইনফেকশন হলে করনীয় গুলো সম্পর্কে।
কাটা জায়গায় ইনফেকশন হলে করনীয় গুলো নিচে উল্লেখ করা হলে:
- কাটা জায়গায় ইনফেকশন হলে প্রথমে তা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
- এরপর কাটা জায়গা পরিষ্কার করার জন্য এন্টিসেপটিক ক্রিম ব্যবহার করতে হবে।
- কাটা জায়গায় ইনফেকশন হলে তা পুনরায় ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিতে হবে।
- এরপর কাটা জায়গা শুকানোর এন্টিবায়োটিক ঔষধ সেবন করতে হবে বা ডাক্তারের পরামর্শে ঔষধ সেবন করতে হবে।
- কাটা জায়গায় ইনফেকশন হয়ে ফুলে গেলে এব পুঁজ বের হলে তাৎক্ষণিক ডাক্তারের সরনাপন্য হতে হবে।
- কাটা জায়গা সবসময় শুষ্ক বা শুকনো রাখতে হবে এবং সংক্রমণের হাত থেকে রক্ষা করতে হবে।
উল্লেখিত এ উপায় গুলো অবলম্বন করে সহজেই ক্ষতিকর ইনফেকশনের কবল থেকে কাটা জায়গাটি রক্ষা করতে হবে। কাটা জায়গা দ্রুত শুকানোর উপায়। কাটা জায়গা তাড়াতাড়ি শুকানোর উপায় ।